ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে কূটনীতিকদের ব্রিফ

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩১৫ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৮
ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে কূটনীতিকদের ব্রিফ প্রতীকী ছবি

ঢাকা: ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮ নিয়ে বিদেশি কূটনীতিকদের আশ্বস্ত করেছে সরকার। 

রোববার (১৪ অক্টোবর) ঢাকার কূটনীতিকদের এক ব্রিফিংয়ে তাদের এ আইনের বিষয়ে অবহিত করা হয়েছে।  

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র এ তথ্য জানায়।

রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে বিদেশি কূটনীতিকদের ব্রিফিং করেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী ও আইনমন্ত্রী আনিসুল হক।  

এসময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ও পররাষ্ট্র সচিব এম শহীদুল হক উপস্থিত ছিলেন।

সূত্র জানায়, ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮ এর বিভিন্ন বিষয়  কূটনীতিকদের সামনে তুলে ধরেন দুই মন্ত্রী। বাংলাদেশ সরকার গণমাধ্যম ও মতপ্রকাশের স্বাধীনতায় বিশ্বাসী বলেও জানানো হয় কূটনীতিকদের। এছাড়া প্রয়োজনে এই আইনের বেশ কয়েকটি ধারায় সংশোধন করা যেতে পারে বলেও কূটনীতিকদের অবহিত করা হয়।

ডিজিটাল নিরাপত্তা বিল-২০১৮ গত ১৯ সেপ্টেম্বর জাতীয় সংসদে পাস হয়েছে। এরপর গত ৮ অক্টোবর রাষ্ট্রপতি এই বিলে সই করেছেন। তবে আইনটি নিয়ে আপত্তি তুলেছে সম্পাদক পরিষদ। এছাড়া এই আইনের বিষয়ে ঢাকার বেশ কয়েকটি মিশন থেকে উদ্বেগ প্রকাশ করা হয়। এ পরিপ্রেক্ষিতে বিদেশি কূটনীতিকদের এ আইনের বিষয়ে অবহিত ব্রিফ করলো সরকার।

বাংলাদেশ সময়: ২৩১০ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৮
টিআর/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।