রোববার (১৪ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানবন্ধন হয়।
মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো. মোস্তফা।
মানববন্ধনে বক্তারা ন্যাশনাল সার্ভিস প্রকল্পের মাধ্যমে বেকারদের কর্মসংস্থান সৃষ্টি করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রাণঢালা শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানান।
তারা বলেন, প্রধানমন্ত্রীর ২০০৮ সালের নির্বাচনের ইশতেহারের ১৪ নম্বর অনুচ্ছেদে উল্লেখ করা হয়েছে প্রত্যেক ঘরে ঘরে চাকরি দেবেন। এর ফলশ্রুতিতে ২০১০ সাল থেকে আজ পর্যন্ত ন্যাশনাল সার্ভিস প্রকল্পের মাধ্যমে বেকারত্ব দূরীকরণের লক্ষ্যে সারাদেশে দুই লক্ষাধিক বেকারের অস্থায়ী ভিত্তিতে কর্মসংস্থান সৃষ্টি করা হয়েছে। তবে বর্তমানে ৬ হাজার টাকা মূল বেতন, ২ হাজার সঞ্চয় হিসেবে কর্তনের ফলে একজন ন্যাশনাল সার্ভিস কর্মী মাসিক ৪ হাজার টাকা বেতন পাচ্ছেন, যা বর্তমান সময়ে অত্যন্ত নগন্য।
বক্তারা অসহায় ন্যাশনাল সার্ভিস কর্মী ও তাদের পরিবারের আর্থিক নিরাপত্তার স্বার্থে বেতন বৃদ্ধি ও চাকরি স্থায়ীকরণে সরকারের কাছে আহ্বান জানান।
বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৮
টিআর/এএ