শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনের জন্য ব্যাপক নিরাপত্তা নিয়েছে পুলিশ।
পূজা উপলক্ষে হিন্দু ধর্মালম্বীদের ঘরে ঘরে শুরু হয়েছে নানা আয়োজন।
জেলা পূজা উদযাপন পরিষদ সূত্রে জানা যায়, সোমবার (১৫ অক্টোবর) থেকে পূজার আনুষ্ঠানিকতা শুরু হবে। এবছর ৩৪১টি মণ্ডপে দুর্গাপূজা প্রস্তুতি চলছে। এর মধ্যে সদর উপজেলায় ৫৫টি, আটঘরিয়ায় ১৫টি, চাটমোহরে ৫২টি, ভাঙ্গুড়ায় ১৯টি, ফরিদপুরে ১৩টি, সাঁথিয়ায় ৪৯টি, বেড়ায় ৫৪টি, সুজানগরে ৫৯টি ও ঈশ্বরদীতে ২৫টি মন্দিরে পূজার প্রস্তুতি চলছে।
জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বাদল কুমার ঘোষ বলেন, সুষ্ঠু, সুন্দর ও সুশৃঙ্খলভাবে পূজা উদযাপনের লক্ষ্যে ইতোমধ্যে প্রশাসনের সঙ্গে কয়েক দফা বৈঠক করা হয়েছে।
পাবনার অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস জানান, এবার পূজায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সুপারের নেতৃত্বে আমাদের বৈঠক হয়েছে। প্রতিটি মণ্ডপে পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকে পুলিশ মোতায়েন থাকবে।
পাবনা পৌর এলাকার গোপালপুর মহল্লার স্বাধীন মজুমদার বলেন, বাড়িঘর পরিষ্কারের কাজ শেষ হয়েছে। অতিথি আপ্যায়নের জন্য নারিকেলের নাড়ু, গুড় দিয়ে মুড়ি-খইয়ের মোয়া ও দুধ-চিনির সন্দেশ তৈরি করা হয়েছে। পায়েস ও লুচি তৈরির প্রস্তুতি নেওয়া হচ্ছে।
বাংলাদেশ সময়: ০৫৩৭ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৮
এএ