ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

টাঙ্গাইলে ‘বন্দুকযুদ্ধে’ চরমপন্থি নেতা নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৯ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৮
টাঙ্গাইলে ‘বন্দুকযুদ্ধে’ চরমপন্থি নেতা নিহত

টাঙ্গাইল: টাঙ্গাইলে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির জেলা সভাপতি (লাল পতাকা) শরিফ ওরফে ফরহাদ (৩৩) নিহত হয়েছেন। এ ঘটনায় র‌্যাবের ২ সদস্যও আহত হয়েছেন। 

রোববার (১৪ অক্টোবর) গভীর রাতে সদর উপজেলার দাইন্যা চৌধুরী মধ্য পাড়া এলাকায় এ ‘বন্দুকযুদ্ধ’ হয়। শরিফ সদর উপজেলার গালা গ্রামের মৃত চান মিয়া ওরফে নয়ন গাজীর ছেলে।

এ ব্যাপারে র‌্যাব-১২ সিপিসি ৩ এর কোম্পানি কমান্ডার রবিউল ইসলাম বাংলানিউজকে জানান, গোপন সূত্রে খবর পেয়ে গভীর রাতে দাইন্যা চৌধুরী মধ্য পাড়া এলাকায় র‌্যাবের সদস্যরা অভিযান যায়। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে চরমপন্থির দলের সদস্যরা গুলি ছোড়ে। পরে র‌্যাবও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে। সেসময় বেশ কিছুক্ষণ গুলিবিনিময় হয়।  

এক পর্যায়ে পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির জেলা শাখার সভাপতি ফরহাদ গুলিবিদ্ধ হন। তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় র‌্যাবের সার্জেন্ট শহিদুল ইসলাম ও কনস্টেবল হাবিবুর রহমান আহত হয়েছেন।  

নিহত শরিফের বিরুদ্ধে টাঙ্গাইল থানায় হত্যা, ডাকাতিসহ পাঁচটি মামলা রয়েছে বলে জানান র‌্যাব-১২ সিপিসি ৩ এর কোম্পানি কমান্ডার।

বাংলাদেশ সময়: ০৮৩৫ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৮
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।