সোমবার (১৫ অক্টেবর) দুপুর ১২টায় নড়াইল সদর থানা চত্বরে আয়োজিত পূজা মণ্ডপে দায়িত্ব পালনকারী পুলিশ ও আনসার সদস্যদের দায়িত্ব বন্টনকালে এসব কথা বলেন নড়াইলের পুলিশ সুপার মোহাম্মাদ জসিম উদ্দিন।
এসময় উপস্থিত ছিলেন- নড়াইলের সহকারী পুলিশ সুপার (সার্কেল) মো. মেহেদী হাসান, নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেনসহ পুলিশের বিভিন্ন কর্মকর্তারা।
পুলিশ সুপার আরো জানান, ধর্ম যার যার উৎসব সবার, নড়াইলের প্রতিটি মানুষকে উৎসবমূখরভাবে হিন্দু ধর্মের সব থেকে বড় এই ধর্মীয় উৎসব পালনে সহযোগিতা করার আহ্বান জানান।
পুলিশ জানায়, নড়াইলে তিনটি উপজেলায় প্রায় ৬শ’ পূজা মণ্ডপে হিন্দু ধর্মের সব থেকে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। গুরুত্ব বুঝে প্রতিটি মণ্ডপে চার থেকে ছয় জন আনসার সদস্য সার্বক্ষণিক দায়িত্বে থাকবে। পাশাপাশি পুলিশও থাকবে।
বাংলাদেশ সময়: ১৬০৬ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৮
আরএ