পাশাপাশি এ ঘটনায় ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবিকারী অপহরণকারীকে আটক করা হয়েছে।
সোমবার (১৫ অক্টোবর) দুপুরে র্যাবের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।
র্যাব জানায়, পিরোজপুরের ভাণ্ডারিয়া থানার ধাওয়া ফুলতলা এলাকার মো. আনোয়ার হোসেন হাওলাদালের ছেলে গালিব ৯ অক্টোবর দুপুরে বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হয়।
অনেক খোঁজাখুজি করেও স্বজনরা তার কোনো সন্ধান পাওয়া পায়নি। একপর্যায়ে গালিবের ব্যবহৃত মোবাইল নম্বর থেকে তার বাবার মোবাইলে অজ্ঞাতনামা ব্যক্তি ফোন করে ছেলের মুক্তির জন্য ৫০ লাখ টাকা মুক্তিপন দাবি করেন। অন্যথায় ছেলেকে হত্যা করার হুমকি দেন।
এ ঘটনার পর ১০ অক্টোবর গালিবের বাবা আনোয়ার ভাণ্ডারিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করেন। একই দিন র্যাব-৮ এর অধিনায়ক বরাবর একটি আবেদনপত্র দাখিল করেন।
আবেদনের প্রেক্ষিতে র্যাব-৮, বরিশাল থেকে ভিকটিমকে উদ্ধারের ব্যাপারে বিশেষ অভিযান শুরু করে। র্যাব-৮, বরিশাল সিপিএসসির ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পরিচালক মো. হাছান আলীর নেতৃত্বে একটি বিশেষ আভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, অপহরণকারী ভিকটিমসহ খুলনা জেলার রুপসা থানার রুপসা ব্রিজ এলাকায় অবস্থান করছেন।
পরে সেখানে অভিযান চালিয়ে সোমবার সকাল ৬টায় অপহৃত গালিবকে উদ্ধার করা হয় এবং অপহরণকারীকে আটক করা হয়।
অপহরণকারী রুবেল হোসেন হাওলাদার (২০) পিরোজপুরের কাউখালী থানার জেলাগাতি এলাকার মৃত আশরাফ আলী হাওলাদারের ছেলে।
উল্লেখ্য, গালিব পিরোজপুর জেলার ভাণ্ডারিয়া থানার দক্ষিণ শিয়ালকাঠী আলিম মাদ্রাসার অষ্টম শ্রেণির ছাত্র।
বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৮
এমএস/আরবি/