সোমবার (১৫ অক্টোবর) দুপুরে তাদের এ কারাদণ্ড দেওয়া হয়।
সূত্রে জানা গেছে, হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইলিয়াস মেহেদী ও হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমানের নের্তৃত্বে রোববার (১৪ অক্টোবর) থেকে দুপুর পর্যন্ত বিশেষ অভিযান চালিয়ে ২৮ জন জেলেকে আটক করা হয়।
হরিরামপুর উপজেলা মৎস্য কর্মকর্তা মো. নজরুল ইসলাম বাংলানিউজকে জানান, জব্দ করা জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে এবং এক মণ ২০ কেজি ইলিশ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়েছে।
এছাড়া একই অপরাধে দুই জেলেকে পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৯৪৭ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৮
কেএসএইচ/আরআইএস/