সোমবার (১৫ অক্টোবর) বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট চাই থোয়াইহলা চৌধুরী এ সাজা দেন। সাকিব চট্টগ্রামের সাতকানিয়া পৌরসভার সামিয়াপাড়ার বাসিন্দা মৃত মো. ইদ্রিসের ছেলে।
এর আগে ওই তরুণীকে উত্ত্যক্ত করার অভিযোগে সাকিবকে আটক করে পুলিশ।
রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আবুল মনসুর বাংলানিউজকে জানান, কাউয়ারখোপ লট উখিয়ার ঘোনা এলাকার কলেজ পড়ুয়া এক তরুণীকে সাকিব নিয়মিত উত্ত্যক্ত করে আসছিল। নিজের স্বার্থ উদ্ধার করতে না পেরে নিজেকে অপহরণ করা হয়েছে বলে বেশ কয়েকবার পুলিশকে মিথ্যা তথ্যও দেন সাকিব। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সাকিবকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের কাছে সোপর্দ করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট চাই থোয়াইহলা চৌধুরী বাংলানিউজকে বলেন, তরুণীকে উত্ত্যক্ত করার অভিযোগে নারী ও শিশু নির্যাতন আইনে ওই বখাটে যুবককে ছয় মাসের সাজা দেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৮
আরআইএস/