সোমবার (১৫ অক্টোবর) ভোরে বন্দরের সাইরন খাল থেকে ইয়াবাগুলো জব্দ করা হয়। এ সময় কোনো মাদকপাচারকারীকে আটক করতে পারেনি কোস্টগার্ডের সদস্যরা।
কোস্টগার্ডের লেফটেন্যান্ট কমান্ডার আব্দুল্লাহ আল মারুফ বাংলানিউজকে জানান, গোপন খবরের ভিত্তিতে টেকনাফ বন্দরের সাইরন খালের একটি সন্দেহভাজন নৌকাকে থামার সংকেত দেন কোস্টগার্ডের সদস্যরা। এ সময় নৌকাটি না থামিয়ে একটি প্লাস্টিকের বস্তা পানিতে ফেলে দ্রুত মিয়ানমার সীমানার দিকে পালিয়ে যায় মাদকপাচারকারীরা। পরে বস্তাটির ভেতর থেকে ৫০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।
জব্দ করা ইয়াবাগুলো টেকনাফ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলেও জানান লেফটেন্যান্ট কমান্ডার মারুফ।
বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৮
আরআইএস/