সোমবার (১৫ অক্টোবর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে জয় এমন মন্তব্য করেন।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা জয় তার পোস্টে বলেন, বিএনপি জামায়াতের সঙ্গে জোট করার মাধ্যমে কামাল হোসেনের আসল চেহারা সবার সামনে উন্মোচিত হলো।
তিনি আরো বলেন, ১/১১ এর সেনা সমর্থিত সরকার আনার পেছনে অন্যতম ভূমিকা পালন করেছিল এই কামাল হোসেন। তার ইহুদি জামাতা যুদ্ধাপরাধীদের বাঁচানোর জন্য মরিয়া হয়ে লড়াই করে গেছেন অনেক বছর, আর এখন বাংলাদেশের বিরুদ্ধে অনবরত মিথ্যাচার করেই যাচ্ছেন। কামাল হোসেনের মেয়ে ও জামাতা উভয়ই বিদেশে বাংলাদেশ বিরোধী তৎপরতা চালিয়ে যাচ্ছেন বিদেশিদের বাংলাদেশে হস্তক্ষেপ করানোর উদ্দেশ্যে।
এ ধরনের মানুষদের উপর আমার বিতৃষ্ণা এসে গেছে উল্লেখ করে সজীব ওয়াজেদ জয় বলেন, তাদের কোনো নৈতিকতা নেই, সততা নেই, নেই বাংলাদেশের জন্য কোনো ভালোবাসা। ক্ষমতার লোভে তারা দুর্নীতিবাজ ও সন্ত্রাসীদের সঙ্গে হাত মেলাতে পারে স্বাচ্ছন্দ্যে। তারা দেশপ্রেমিক নয়, তারা বাংলাদেশ বিরোধী।
সম্প্রতি ড. কামাল হোসেনের নেতৃত্বে বিএনপিসহ আরও কয়েকটি দল ‘জাতীয় ঐক্যফ্রন্ট’ নামে নতুন জোট গঠন করে। এ জোটে বিকল্পধারা বাংলাদেশের সভাপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী থাকার কথা থাকলেও শেষ পর্যন্ত তিনি প্রত্যাখান করেন।
বাংলাদেশ সময়: ০০১৭ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৮
এমইউএম/এসএইচ