টাঙ্গাইল: টাঙ্গাইলের মির্জাপুরে ট্রাক উল্টে একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। মঙ্গলবার (১৬ অক্টোবর) ভোরে ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কের মির্জাপুরের সুভুল্ল্যা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- জয়পুরহাট সদর উপজেলার শিখারঞ্জন গ্রামের নিরঞ্জন মালী (৩০), তার স্ত্রী সাগরী মালী (২৫) ও তাদের শিশুকন্যা স্বর্ণা (০৮)।
মির্জাপুর থানার উপ পরিদর্শক (এসআই) ফয়সাল বাংলানিউজকে জানান, গাজীপুর থেকে ট্রাকে করে তারা জয়পুরহাট যাচ্ছিলেন।
ভোর ৫টার দিকে ট্রাকটি ঘটনাস্থলে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। ফলে ট্রাকটি উল্টে গিয়ে ঘটনাস্থলেই তিনজন মারা যান।
বাংলাদেশ সময়: ০৮১৫ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৮
এসএইচ
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।