মঙ্গলবার (১৬ অক্টোবর) দুপুরে বাগেরহাটের হাকিমপুর শিকদার বাড়ি পূজা মণ্ডপ পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, দেশে প্রতিনিয়ত পূজা মণ্ডপের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।
এসময় বাগেরহাটের পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায়, পূজার মূল আয়োজক লিটন শিকদার, বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাতাব উদ্দিন উপস্থিত ছিলেন।
২০১০ সাল থেকে শিকদার বাড়িতে ব্যক্তি উদ্যোগে দেশের বৃহত্তম দুর্গাপূজা মণ্ডপ করা হয়। লিটন শিকদার নামে এক ব্যবসায়ী এ আয়োজন করে আসছেন। দিনদিন সেখানে প্রতিমার সংখ্যা বেড়েই চলেছে। ২০১৬ সালে প্রতিমার সংখ্যা ছিল ৬০১টি। গত বছর ছিল ৬৫১টি। আর এবার এ মণ্ডপে ৭০১টি প্রতিমা তৈরি করা হয়েছে। প্রতিমার সংখ্যার দিক দিয়ে এটি পৃথিবীর সবচেয়ে বড় পূজামণ্ডপ বলে দাবি করেন পূজার আয়োজক ডা. দুলাল শিকদার, তার ছেলে লিটন শিকদার এবং বাগেরহাট পূজা উদযাপন পরিষদের সভাপতি অমিত রায়।
বাংলাদেশ সময়: ১৪২৬ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৮
এসআই