ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

‘অর্ডার অব রিও ব্রানকো’ পেলেন পররাষ্ট্র সচিব 

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৯ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৮
‘অর্ডার অব রিও ব্রানকো’ পেলেন পররাষ্ট্র সচিব 

ঢাকা: ব্রাজিল সরকারের ‘অর্ডার অব রিও ব্রানকো’ উপাধিতে ভূষিত হয়েছেন পররাষ্ট্র সচিব এম শহীদুল হক। বাংলাদেশের সঙ্গে ব্রাজিলের  সম্পর্ক উন্নয়নে অবদান রাখায় তাকে এ উপাধি দেওয়া হয়েছে। 

মঙ্গলবার (১৬ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র এ তথ্য জানায়।

সূত্র জানায়, ব্রাজিলের সঙ্গে বাংলাদেশের প্রথম দ্বিপক্ষীয় রাজনৈতিক পর্যালোচনা শুরুর জন্য পররাষ্ট্র সচিব এম শহীদুল হক অগ্রণী ভূমিকা পালন করেন।

এছাড়া দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক উন্নয়নে  জোরালো পদক্ষেপ নেন তিনি। পররাষ্ট্র সচিবের এই বিশেষ ভূমিকার স্বীকৃতি স্বরূপ ব্রাজিল সরকার  তাকে ‘অর্ডার অব রিও ব্রানকো’ ভূষিত করেন।

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৮
টিআর/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।