মঙ্গলবার (১৬ অক্টোবর) ভোর থেকে দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে জালগুলো জব্দ করা হয়। বিকেলে জালগুলো পাবনার অতিরিক্ত পুলিশ সুপার জহুরুল হকের নেতৃত্বে পুড়িয়ে ধ্বংস করা হয়।
পাকশী পুলিশ ফাঁড়ির ইনচার্জ শহিদুল ইসলাম শহীদ বাংলাননিউজকে জানান, ঈশ্বরদীর পদ্মা নদীতে অভিযান চালিয়ে ১৪ হাজার মিটার জাল জব্দ করা হয়। অভিযানের বিষয়টি টের পেয়ে জেলেরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি।
পাবনার অতিরিক্ত পুলিশ সুপার জহুরুল হকের নেতৃত্বে জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়েছে বলেও জানান তিনি।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
বাংলাদেশ সময়: ১৯০৫ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৮
এসআরএস