.
নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে রামকৃষ্ণ মিশনে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান উৎসব শারদীয় দুর্গাপূজার মহাষ্টমীতে কুমারী পূজা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৭ অক্টোবর) সকালে এ পূজা অনুষ্ঠিত হয়েছে।
কুমারী দেবীরূপে মণ্ডপে অধিষ্ঠিত হয় সাত বছর ১১ মাস বয়সী প্রিয়ন্তী চক্রবর্তী।
সে স্বপন চক্রবর্তী ও মা শঙ্কুরী চক্রবর্তীর কন্যা ও নারায়গঞ্জ শহরের কিন্ডার কেয়ার স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্রী। দেবী দুর্গার আসন, বস্ত্র, পুষ্পমাল্য, চন্দন, ধূপ ও দ্বীপ দিয়ে পূজা দেওয়া হয় দেবীকে অঞ্জলি দেওয়ার মাধ্যমে সন্ধি পূজা সম্পন্ন হয়।
নারায়ণগঞ্জ রামকৃষ্ণ মিশন আশ্রমের অধ্যক্ষ স্বামী একনাথানন্দ মহারাজ জানান, সনাতন ধর্মাবলম্বীদের নিয়ম অনুসারে দেবীকে শিশুরূপে মায়ের আসনে পূজা করা হয়। দেবীকে জাগ্রতিকভাবে পূজা করতে এ কুমারী পূজার আয়োজন করা।
বাংলাদেশ সময়: ১৩৫৫ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৮
আরআইএস/
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।