শারদীয় দুর্গোৎসবের অষ্টমীর দিন বুধবার (১৭ অক্টোবর) নগরীর জিয়া সড়কে অবস্থিত এ মন্দিরে অসংখ্য ভক্তের আগমন ঘটে।
দেবীর চরণে পুষ্পাঞ্জলী অর্পণের জন্য ভক্তদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ দুর্গোৎসবের তৃতীয় দিন।
নগরের শ্রী শ্রী শংকর মঠ মণ্ডপের পূজারী অরূপ ভট্টাচার্য বাংলানিউজকে জানান, দেবীর সন্ধি পূজার মধ্যদিয়ে অষ্টমীর সূচনা হয়। দুপুরে অষ্টমী তিথি থাকলেও এর পরেও ভক্তরা দেবীর চরণে পুষ্পাঞ্জলী অর্পণ করেন৷ পাশাপাশি দিনটি উপলক্ষে শংকর মঠ, রামকৃষ্ণ মিশনসহ বিভিন্ন মন্দিরে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।
বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৮
এমএস/ওএইচ/