খেলাফতধারী সাধুরা ধাম ছেড়ে নিজ নিজ গন্তব্যে যেতে শুরু করেছেন। লালন আখড়াবাড়ীতে চলছে বিদায়ের সুর।
বুধবার (১৭ অক্টোবর) দুপুরে সাঁইজির আখড়াবাড়ীতে কলাপাতায় সাদা ভাত, ইলিশ মাছ, সবজি, ডাল এবং দই এর মধ্য দিয়ে পূণ্যসেবা গ্রহণ করে চলে যাচ্ছেন তারা।
একজন আরেকজনের দিকে এক মনে তাকিয়ে থেকে চোখে চোখে মিলন, পায়ে হাত দিয়ে শ্রদ্ধা নিবেদন এবং হাতজোড় করে বিশেষ ভঙ্গিতে শুরু-শিষ্যরা একে অপরকে বিদায় জানাচ্ছেন। আবার দেখা হবে দোল উৎসবে।
ফকির নহির শাহ বাংলানিউজকে জানান, এ বিদায়ের মুহূর্তটা আমাদের কাছে সব চাইতে কষ্টের। এই আশ্রম ছেড়ে আমাদের যেতে ইচ্ছে করে না।
ফকির নিমাই শাহ বাংলানিউজকে বলেন, সাঁইজির এখান থেকে আমরা যা শিখে যায়, তা বাস্তব জীবনে কাজে লাগানোর চেষ্টা করি।
সাধুদের সাধু সঙ্গ শেষ হলেও তিরোধান উপলক্ষে গ্রামীন মেলা চলবে বৃহস্পতিবার (১৮ অক্টোবর) গভীর রাত পর্যন্ত।
বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৮
আরএ