ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ঢাকায় ইরানের নতুন রাষ্ট্রদূত রেজা নফর

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১৫ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৮
ঢাকায় ইরানের নতুন রাষ্ট্রদূত রেজা নফর

ঢাকা: বাংলাদেশে ইরানের নতুন রাষ্ট্রদূত হিসেবে কূটনীতিক মোহাম্মাদ রেজা নফরের নাম ঘোষণা করেছে দেশটি। তিনিই হবেন বাংলাদেশে ইরানের পরবর্তী রাষ্ট্রদূত।

বুধবার (১৭ অক্টোবর) ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।

সূত্র জানায়, বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আব্বাস ভেইজি দেহনাভি ঢাকা থেকে বিদায় নিচ্ছেন।

তিন বছর দায়িত্ব পালন শেষে তিনি ঢাকা ছাড়ছেন। ইতোমধ্যেই তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন। পররাষ্ট্র মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গেও বিদায়ী বৈঠক করেছেন আব্বাস ভেইজি।

বাংলাদেশে নতুন রাষ্ট্রদূত হিসেবে তেহরান মোহাম্মাদ রেজা নফরের নাম ঘোষণা দিয়েছে। রেজা নফর ইরানের কমনওয়েলথ বিষয়ক উপ-পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করছেন।

বাংলাদেশ সময়: ১৯০৯ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৮
টিআর/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।