বুধবার (১৭ অক্টোবর) দুপুরে গাজীপুর সদর উপজেলার বলদা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ‘শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম’ শীর্ষক প্রকল্পের অধীনে শিশু মেলা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
চুমকি বলেন, ১৮ বছরের আগে বিয়ে হলে লেখাপড়া বন্ধ হয়ে যায়।
তিনি বলেন, একটা সময় ছিল শিশুরা ড্রেস পড়ে স্কুলে যেতো না, পায়ে জুতা ছিল না। বাংলাদেশ এখন উন্নত হয়ে গেছে। এখন স্কুল ড্রেস ছাড়া কোনো স্কুল আছে বলে মনে হয় না। এখন আমাদের শিশুরা ড্রেস, পায়ে জুতা ও ব্যাগ নিয়ে স্কুলে যায়। এই যে পরিবর্তন বংলাদেশের, এই পরিবর্তনটা ধরে রাখতে হবে।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের আওতায় ১০ জন গৃহহীনকে তাদের গৃহের চাবি হস্তান্তর করেন প্রতিমন্ত্রী। এ প্রকল্পের আরও ১৩০ জনকে আগামী এক মাসের মধ্যে তাদের গৃহের চাবি দেওয়া হবে বলে জানান চুমকি।
গাজীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেবেকা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- অতিরিক্ত পুলিশ সুপার তোফাজ্জল হোসাইন, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা নাসির উদ্দিন, জেলা তথ্য অফিসার রাহাত হাসনাত, বাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তারুজ্জামান শুকুর, জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক জহিরুল ইসলাম, ভাওয়াল বাড়িয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল্লাহ মোড়ল, বলদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহানা সুলতানা, বিদ্যালয়ের শিক্ষার্থী মিম আক্তার, আফরিন আক্তার প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৯২৩ ঘণ্টা, ১৭ অক্টোবর, ২০১৮
আরএস/টিএ