বুধবার (১৭ অক্টোবর) রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিউটে সনাতন সমাজ কল্যাণ সংঘ (সসকস) আয়োজিত ‘শারদীয় উৎসব ও সাম্প্রদায়িক সম্প্রীতি’ শীর্ষক আলোচনায় তিনি এ কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমাদের দেশে ধর্ম-বর্ণের নামে শাসিত হয়েছে, শোষিত হয়েছে।
নাসিম বলেন, সাম্প্রদায়িক শক্তি শত উসকানি দিলেও মা দুর্গা যেমন প্রতিবছর এসে অশুভ শক্তিকে বিনাশ করেন, আমাদের লড়াইও সেই অশুভ শক্তির বিরুদ্ধে। মনে রাখতে হবে, সাম্প্রদায়িক শক্তি এখনো শেষ হয়ে যায়নি, তারা ধর্মের নামে বেশ ধরে আছে। এই অশুভ শক্তির বিরুদ্ধে আমাদের লড়াই চলছে, চলবে।
সনাতন সমাজ কল্যাণ সংঘের সভাপতি কৃষিবিদ সমির চন্দ্রের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, জাসদের সহ-সভাপতি শফি উল্লাহ, সনাতন সমাজ কল্যাণ সংঘের সাধারণ সম্পাদক বাবু স্বপন কুমার মজুমদার প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৯৫৮ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৮
ইএআর/এইচএ/