বুধবার (১৭ অক্টোবর) দুপুরে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে। পরে পাঁচ্চর-শিবচর সড়কের জামিয়াতুসসুন্নাহ মাদ্রাসার সামনে অচেতন অবস্থায় ইউসুফকে ফেলে রেখে যায়।
ইউসুফ শিবচরের চরকাঁচিকাটা এলাকার ইয়াকুব আলী বেপারীর ছেলে। সে বিকাশ কোম্পানির শিবচর অঞ্চলের কর্মী।
ছিনতাইয়ের শিকার ইউসুফ জানান, বুধবার দুপুরে শিবচরের একটি প্রাইভেট ব্যাংক থেকে টাকা উত্তলোন করে নিজস্ব মোটরসাইকেলে করে পাঁচ্চরের দিকে রওনা হন। পৌরসভার খানকান্দি এলাকায় যাওয়ার পর পেছন থেকে একটি ধুসর রঙের মাইক্রোবাস এসে মোটরসাইকেলের গতিরোধ করে নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে জোর করে তাকে গাড়িতে তুলে নেন। গাড়ির ভেতরে তাকে বেঁধে বেদম মারধর করে সঙ্গে থাকা ৬ লাখ ৭০ হাজার টাকা ও ২টি মোবাইল সেট ছিনিয়ে নেয়। পরে অচেতন অবস্থায় শিবচর-পাঁচ্চর সড়কের পাশে ফেলে রেখে যায়।
শিবচর থানার ওসি (তদন্ত) শাজাহান মিয়া বলেন, এ ব্যাপারে থানায় এখনো কোনো অভিযোগ আসেনি। তবে এক্ষুণি খোঁজ নিয়ে দেখছি।
বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৮
আরএ