ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নানিয়ারচরে প্রতিপক্ষের গুলিতে জেএসএস সংস্কার কর্মী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২৩ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৮
নানিয়ারচরে প্রতিপক্ষের গুলিতে জেএসএস সংস্কার কর্মী নিহত শান্তি চাকমা

রাঙামাটি: রাঙামাটির নানিয়ারচর উপজেলায় প্রতিপক্ষের গুলিতে শান্তি চাকমা (৩৭) নামে এক জেএসএস সংস্কার কর্মী নিহত হয়েছেন।

বুধবার (১৭ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নানিয়ারচর বাজারে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, নানিয়ারচর বাজারের মিলন নাথের গুদাম ঘরের পাশে একদল দুর্বৃত্ত জেএসএস সংস্কার’র কর্মী শান্তিকে ব্রাশ ফায়ার করে পালিয়ে যায়।

এদিকে, এ ঘটনার জন্য জেএসএস সংস্কার’র নেতারা ইউপিডিএফ প্রসীত গ্রুপকে দায়ী করেছে। তবে এ ঘটনা অস্বীকার করে ইউপিডিএফ প্রসীত গ্রুপের নেতারা জানান, নিজেদের সংগঠনের অন্তর্কোন্দলের কারণে এ ঘটনা ঘটেছে।  

নানিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাঙামাটি সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।

বাংলাদেশ সময়: ২১১৬ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।