ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সিএমএইচে ভর্তি এইচ টি ইমাম

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪০০ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৮
সিএমএইচে ভর্তি এইচ টি ইমাম

ঢাকা: প্রধানমন্ত্রীর রাজনৈতিক বিষয়ক উপদেষ্টা এইচ টি ইমামকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে।

বুধবার (১৭ অক্টোবর) সকালে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় একটি শিক্ষাপ্রতিষ্ঠানের নামফলক উন্মোচন অনুষ্ঠানে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। এরপর তাকে দ্রুত চিকিৎসার জন্য দুপুরের হেলিকপ্টারে করে সিএসএইচ হাসপাতালে আনা হয়।

বিষয়টি সাংবাদিকদের জানিয়েছেন তার ছেলে তানভীর ইমাম।

এখন আগের চেয়ে ভাল আছেন এইচ টি ইমাম। তবে চিকিৎসকরা তাকে কয়েকদিন হাসপাতালে বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া।  তিনি এইচ টি ইমামকে সন্ধ্যায় পর হাসপাতালে দেখতে গিয়েছিলেন।

বিপ্লব বড়ুয়া বাংলানিউজকে বলেন, এইচ টি ইমাম সুস্থ আছেন, বিপদ মুক্ত আছেন। ডাক্তার বিশ্রাম নিতে বলেছেন। তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।

৮১ বছর বয়সী প্রবীণ এ নেতা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদেরও সদস্য। তার ছেলে তানভীর ইমাম সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনের সংসদ সদস্য।

বাংলাদেশ সময়: ২৩৫৭ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৮
এসকে/এমএফআই/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।