বুধবার (১৭ অক্টোবর) বিকেলে নিহতের ছেলে সোহাগ বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
আসামিরা হলেন- বেনাপোল পৌরসভার সাদিপুর গ্রামের ওহিদুল্লা বল্টুর ছেলে বুনো আক্তার (২৪) জামায়াতের ছেলে রায়হান (২৩) ও আহসান হোসেনের ছেলে সুজন(২৭)।
মামলার তদন্ত কর্মকর্তা বেনাপোল পোর্টথানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জাকির হোসেন বাংলানিউজকে বলেন, আসামিরা এলাকা ছাড়া আছেন। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।
আসাসিদের নামে এর আগেও এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ডের একাধিক মামলা রয়েছে বলে জানান তিনি।
স্থানীয় ওয়ার্ড কমিশনার ওহেদুজ্জামান বকুল বলেন, হত্যার সঙ্গে জড়িতদের গ্রেফতার করে সুষ্ঠু বিচারের দাবি জানাচ্ছি।
এর আগে, গত সোমবার (১৫ অক্টোবর) রাতে আহসান তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাড়ি ফিরছিলেন। পথে সাদিপুর রাস্তার মোড়ে এক দোকানদারের কাছ থেকে সিগারেট নিয়ে টাকা না দিয়েই চলে যাচ্ছিলেন সাদিপুর গ্রামের বল্টুর ছেলে বুনো আকতার ও তার বন্ধুরা। এ সময় আহসান ঘটনাস্থলে গিয়ে প্রতিবাদ করলে একপর্যায়ে তাকে মারপিট করে গুরুতর আহত করেন সন্ত্রাসীরা। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে আহসান মারা যান।
বাংলাদেশ সময়: ০৩২৫ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৮
এজেডইচ/এসআরএস