ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

গুলশানের নর্দায় বাসের ধাক্কায় মাদ্রাসাছাত্র নিহত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৮ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৮
গুলশানের নর্দায় বাসের ধাক্কায় মাদ্রাসাছাত্র নিহত

ঢাকা: রাজধানীর গুলশানের নর্দায় বাসের ধাক্কায় আতিকুল ইসলাম (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিহত হয়েছে।

বৃহস্পতিবার (১৮ অক্টোবর) সকাল ৬টার দিকে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক সকাল ১০টায় মৃত ঘোষণা করেন।

নিহত আতিকুল ময়মনসিংহ তারাকান্দা উপজেলার পাগলী গ্রামের মো. শহিদুল্লার ছেলে।

নিহত ছাত্রের বড় ভাই আমানউল্লাহসহ ভাটারা পূর্ব নয়ানগর হাজী আব্দুর সাত্তার মাদ্রাসায় নুরানী বিভাগে পড়তো সে। বড়ভাই হেফজ বিভাগে পড়ে।

বড়ভাই আমানউল্লাহ জানায়, তারা মাদ্রাসা থেকে ১০ থেকে ১২ জন ছাত্র ছুটিতে একঙ্গে বাড়ি যাচ্ছিল। মাদ্রাসা থেকে পায়ে হেঁটে নর্দায় যায়। সেখান থেকে বাসে করে কুড়িল বিশ্বরোড়ে যাবে। নর্দা ফুটওভার ব্রিজের নিচে রাস্তার পার হওয়ার সময় নতুনবাজারগামী একটি বাস আতিকুলকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়। সঙ্গে সঙ্গে তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেয়। সেখানে তার অবস্থার অবনতি হলে পরে ঢামেক হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতল পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, ময়নাতদন্তের জন্য মরদেহটি মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ১০৪৯ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৮
এজেডএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।