আইয়ুব বাচ্চু
নেত্রকোনা: অডিও শিল্পের বাজার যখন চাঙ্গা। সেই তখনই সুরের মূর্ছনায় দু’চোখের পাতা একসঙ্গে করার ব্যাকুলতা প্রকাশ করেছিলেন দেশবরেণ্য ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চু। টিকিট আছে নাম্বার নাই অডিও অ্যালবামে উজাড় করে গেয়েছিলেন তিনি ‘দুচোখের পাতা একসাথে করতে কেন আমি আজও পারি না/আয় আয় ঘুম আয়, কষ্টকে সাথে নিয়ে ঘুমাই।’
কে জানতো আড়ালে তার এতো দুঃখ, এতোটাই অভিমান! সবাই হয়তো তখন শিল্পীর গানের কথাগুলোকে কেবলই একটি গান ভেবে নিয়েছিলেন। কিন্তু এখানেই নিহিত ছিলো হয়তো শিল্পীর জীবন।
ঘুম আয় গানের কথায় বাচ্চু আরও বলেছিলেন ‘আমার জীবনের আনন্দ উল্লাস সবটুকু হারিয়ে ফেলেছি/একাকী অজান্তে ভাঙনেরো প্রান্তে কিনারায় এসে দাঁড়িয়েছি। ’
শ্রোতা ভক্তদের কাছে অজানাই থেকে গেলো গান ও গিটারের যাদুকর আইয়ুব বাচ্চুর গোপন সেই কষ্ট। নীরবে চলে গেলেন তিনি!
তার শূন্যতা পূরণ হবার নয়। তিনি নশ্বর দেহ ত্যাগ করতে পারেন তবে আমরা (শ্রোতা-ভক্ত) বলবো তিনি ছিলেন, আছেন। আর থাকবেন অনন্তকাল আমাদের হৃদয়ে...
বাংলাদেশ সময়: ১৩৪২ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৮
আরএ
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।