সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা/ছবি: জিএম মুজিবুর
ঢাকা: বাংলাদেশের নির্বাচনী জোট নিয়ে ভারতকোনো ধরনের মন্তব্য করবে না বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইহমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা। বাংলাদেশে সুষ্ঠু, অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায় তারা।
বৃহস্পতিবার (১৮ অক্টোবর) রাজধানীর সেতু ভবনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি একথা বলেন।
ভারতীয় হাইকমিশনার বলেন, ভারত একটি গণতান্ত্রিক দেশ।
প্রতিবেশী দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সর্ম্পক ও প্রতিবেশী দেশের গণতন্ত্রের প্রতি আস্থাশীল আমরা। সে কারণেই বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চাই।
বাংলাদেশের ঐক্য প্রক্রিয়া ও নির্বাচনী জোট নিয়ে মন্তব্য জানতে চাইলে তিনি বলেন, আমরা গণতন্ত্র বিকাশ চাই। গণতন্ত্র নিয়ে কথাও বলতে পারি। তবে বাংলাদেশের নির্বাচনী জোট নিয়ে আমরা মন্তব্য করতে চাই না।
এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, বাংলাদেশের নির্বাচন ঘিরে কোনো ধরনের সহিংসতার প্রত্যাশা করে না ভারত।
বাংলাদেশ সময়: ১৪০১ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৮
টিআর/এএ
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।