বৃহস্পতিবার (১৮ অক্টোবর) সকালে খাগড়াছড়ি প্রেসক্লাবের সামনে নারী নির্যাতন প্রতিরোধ কমিটির ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়।
মানববন্ধনে নারী নির্যাতন প্রতিরোধ কমিটির আহ্বায়ক সালমা আক্তার, নারীনেত্রী কুলছুম বিবি, রোকছানা আক্তারসহ পার্বত্য অধিকার ফোরামের সাধারণ সম্পাদক এসএম মাসুম রানা বক্তব্য দেন।
বক্তারা গৃহবধূ শিরিন হত্যার সুষ্ঠু বিচার দাবি করেন।
গত ৪ অক্টোবর খাগড়াছড়ির জেলা সদরের শালবন এলাকায়শিরিন আক্তার (২২) নামে এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ করা হয়। হত্যার অভিযোগে ওই নারীর স্বামীকে আটক করে পুলিশ।
বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৮
এডি/এমএ