ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

স্ত্রী হত্যার অভিযোগে স্বামীর বিচার দাবি 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৬ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৮
স্ত্রী হত্যার অভিযোগে স্বামীর বিচার দাবি  গৃহবধূ শিরিন হত্যার প্রতিবাদে মানববন্ধন। ছবি: বাংলানিউজ

খাগড়াছড়ি: খাগড়াছড়িতে আলোচিত শিরিন হত্যা মামলার প্রধান আসামি নিজামের ফাঁসির দাবিতে মানববন্ধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ অক্টোবর) সকালে খাগড়াছড়ি প্রেসক্লাবের সামনে নারী নির্যাতন প্রতিরোধ কমিটির ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়।
 
মানববন্ধনে নারী নির্যাতন প্রতিরোধ কমিটির আহ্বায়ক সালমা আক্তার, নারীনেত্রী কুলছুম বিবি, রোকছানা আক্তারসহ পার্বত্য অধিকার ফোরামের সাধারণ সম্পাদক এসএম মাসুম রানা বক্তব্য দেন।

 

বক্তারা গৃহবধূ শিরিন হত্যার সুষ্ঠু বিচার দাবি করেন।  
 
গত ৪ অক্টোবর খাগড়াছড়ির জেলা সদরের শালবন এলাকায়শিরিন আক্তার (২২) নামে এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ করা হয়। হত্যার অভিযোগে ওই নারীর স্বামীকে আটক করে পুলিশ।
 
বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৮
এডি/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।