বুধবার (১৭ অক্টোবর) রাত সোয়া ১১টার দিকে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতের নাম মো. হাসান মোল্লা (৪০)।
বৃহস্পতিবার (১৮ অক্টোবর) দুপুরে র্যাব-৮ এর সদর দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
হাসান মোল্লার বাড়ি বরগুনা সদর থানার রোডপাড়া জাকির তবক গ্রামে।
জানা গেছে, গ্রেফতারকৃত জঙ্গি সদস্য হাসান বরগুনা জেলার সদর থানাধীন বঙ্গবন্ধু রোডের কাঁচাবাজারে সবজি ব্যবসা করতেন। প্রায় ১২ বছর যাবৎ তিনি একই স্থানে ব্যবসা করছেন।
র্যাব জানায়, সবজি ব্যবসার আড়ালে নিষিদ্ধ ঘোষিত উগ্রপন্থি সদস্যের সঙ্গে হাসান সার্বক্ষণিক যোগাযোগ হয়। তিনি জেএমবির সব কাজে অংশ নেন। এমনকি বিভিন্ন সময়ে জেএমবির বিভিন্ন বৈঠকে অংশ নেন।
হাসান বাংলাদেশে জেএমবির শক্ত অবস্থান ও সামরিক শাখার শক্তি বৃদ্ধিসহ বড় ধরনের নাশকতার পরিকল্পনা করছিলেন। দেশের বিভিন্ন স্থান থেকে দলের নতুন সদস্য সংগ্রহের জন্যও তিনি কাজ করেন।
র্যাবের দেওয়া তথ্যানুযায়ী, গ্রেফতারকৃত জেএমবি সদস্য হাসান দলের নতুন সদস্যদের প্রশিক্ষণ দেন এবং নিজেও প্রশিক্ষণপ্রাপ্ত। তিনি একাধিক মামলার এজাহারভুক্ত আসামি।
বাংলাদেশ সময়: ১৬৪৭ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৮
এমএস/আরআর