ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

আইয়ুব বাচ্চুর মৃত্যুতে মার্কিন দূতাবাসের শোক

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৪ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৮
আইয়ুব বাচ্চুর মৃত্যুতে মার্কিন দূতাবাসের শোক আইয়ুব বাচ্চু

ঢাকা: জনপ্রিয় সঙ্গীতশিল্পী ও গিটারিস্ট আইয়ুব বাচ্চুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ঢাকায় নিযুক্ত মার্কিন দূতাবাস। 

বৃহস্পতিবার (১৮ অক্টোবর) ঢাকাস্থ মার্কিন দূতাবাস ফেসবুকে এক বার্তায় জানায় হয়, বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ডসংগীত শিল্পী আইয়ুব বাচ্চু এর অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে শোক প্রকাশ করছি। তিনি একজন দক্ষ গিটারিস্ট ও রক ব্যান্ড এলআরবি’র প্রতিষ্ঠাতা ছিলেন।

কিংবদন্তি সঙ্গীতশিল্পী ‌আইয়ুব বাচ্চু বৃহস্পতিবার সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে স্কয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সকাল ৯টা ৫৫ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বাংলা ব্যান্ড সঙ্গীতের জনপ্রিয় এই শিল্পী।

বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, ১৮ অক্টোবর, ২০১৮
টিআর/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।