বৃহস্পতিবার (১৮ অক্টোবর) তিন কর্মকর্তার চাকরি স্ববেতনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগে প্রেষণে ন্যাস্ত করে আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
সিলেট বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসের পরিচালক এ কে এম মাজহারুল ইসলামকে বাংলাদেশ ই-পাসপোর্ট ও স্বয়ংক্রিয় বর্ডার নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা প্রবর্তন প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
আন্তর্জাতিক পরিসরে মানুষের যাতায়াত নির্বিঘ্ন ও নিরাপদ করতে হাতে লেখা পাসপোর্টের বদলে ২০১০ সালে সশস্ত্র বাহিনীর সহায়তায় প্রবর্তিত হয়েছিল মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি)। মেশিন রিডেবল পাসপোর্টেও জালিয়াতি ধরা পড়ায় ইমিগ্রেশন ব্যবস্থাপনাকে আরও নির্ভুল, সহজতর, সময়-সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় করতেই এ ই-পাসপোর্ট প্রকল্প। ইতোমধ্যে বিশ্বের ১১৮টি দেশ ই-পাসপোর্ট এনেছে।
ই-পাসপোর্টের সব তথ্য, স্বাক্ষর, ছবি, চোখের কর্ণিয়া এবং ফিঙ্গার প্রিন্ট সিল্ড অবস্থায় সুরক্ষিত থাকে বিধায় তা কোনোভাবেই পরিবর্তন বা জাল করা সম্ভব না।
বাংলাদেশ সময়: ১৭২৭ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৮
এমআইএইচ/ওএইচ/