নীলফামারী: নীলফামারী ডোমারে জেএমবির পাঁচ সদস্যকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৮ অক্টোবর) দুপুরে ডোমার উপজেলার চিলাহাটি নিজ ভোগডাবুড়ী এলাকার আব্দুল জলিলের বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন নারায়ণগঞ্জের কোনাবাড়ী এলাকার আব্দুস সামাদের স্ত্রী সোনিয়া বেগম (৩৫), সোনিয়ার বোন ও একই এলাকার আব্দুল জলিলের স্ত্রী সুমি আক্তার (২৮), চট্টগ্রামের জোড়াগঞ্জ এলাকার আবুল কাশেমের ছেলে সাইফুল ইসলাম (৩০), চিলাহাটি নিজ ভোগডাবুড়ী এলাকার আব্দুল জলিল (৪২) ও তার স্ত্রী রাশিদা বেগম (৩৫)।
ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকছেদ আলী জানান, সোনিয়া এক মাস ধরে আব্দুল জলিলের বাড়িতে অবস্থান করছিলেন।
আর তার বোন সুমি ও সাইফুল আট/১০ দিন আগে ওই বাড়িতে আসেন। ওই বাড়িতে থেকে তারা জেএমবির কার্যক্রম চালাচ্ছিলেন। খবর পেয়ে দুপুরে আব্দুল জলিলের বাড়িতে অভিযান চালিয়ে তাকে ও তার স্ত্রীকেসহ ওই পাঁচজনকে আটক করে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১০/১২টি মোবাইল ফোন, ২০/২২টি সিম কার্ড ও বেশ কিছু জিহাদি বই উদ্ধার করা হয়।
বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৮
এসআই
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।