ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কক্সবাজারে আগুনে পুড়লো ১০ ঘর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪২ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৮
কক্সবাজারে আগুনে পুড়লো ১০ ঘর

কক্সবাজার: কক্সবাজার পৌরসভার উত্তর নুনিয়াছড়া এলাকায় আগুন লেগে অন্তত ১০টি বসতঘর পুড়ে গেছে। এতে ক্ষতি হয়েছে অন্তত ১৫ লাখ টাকার।

বৃহস্পতিবার (১৮ অক্টোবর) দিবাগত রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। পরে দমকল বাহিনীর একটি দল প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে রাত সাড়ে ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয়রা জানায়, একটি বসতঘরের গ্যাসের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। পরে মুহূর্তেই তা আশপাশে ছড়িয়ে পড়ে। এতে ১০টি ঘর পুড়ে ছাই হয়ে যায়।

ঘটনার পর পরই ফায়ার সার্ভিসের একটি ইউনিট গিয়ে দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

কক্সবাজার ফায়ার সার্ভিসের কর্মকর্তা সাফায়াত হোসেন বাংলানিউজকে বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিসের একটি ইউনিট। আগুনে ১০টি বসতঘর পুড়ে গেছে। প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ০৯৪০ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।