শুক্রবার (১৯ অক্টোবর) দুপুরে শিশুটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। এর আগে সকালে উপজেলার ভুলতা ইউনিয়নের টেকপাড়া গ্রামে তার বাড়ির পাশে মরদেহটি দেখতে পায় এলাকাবাসী।
বৃহস্পতিবার (১৮ অক্টোবর) সকাল থেকে নিখোঁজ ছিল শিশু জুঁই। তাকে অপহরণ করা হয়। সে টেকপাড়া গ্রামের ব্যবসায়ী আনোয়ার হোসেনের মেয়ে।
জুঁইয়ের মা শারমিন আক্তার বাংলানিউজকে বলেন, বৃহস্পতিবার সকাল ৯টায় বাড়ির পাশে খেলতে গেলে একটি চক্র জুঁইকে অপহরণ করে নিয়ে যায়। পরে দুপুর ২টার দিকে অপহরণকারীরা জুঁইয়ের বাবার মোবাইলে ফোন করে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন।
এ ঘটনায় বিকেলেই আনোয়ার হোসেন রূপগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বাংলানিউজকে বলেন, ঘটনাটি মর্মান্তিক। এ ঘটনায় রূপগঞ্জ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বাংলাদেশ সময়: ১৫৩৬ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৮
টিএ