ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বালিয়াকান্দিতে ট্রেনে কাটা পড়ে ৩ জনের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০২ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৮
বালিয়াকান্দিতে ট্রেনে কাটা পড়ে ৩ জনের মৃত্যু

রাজবাড়ী: রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের সোলাকুড়া রেলগেট এলাকায় ট্রেনে কাটা পড়ে তিনজন নিহত হয়েছেন বলে জানা গেছে। এতে আহত হয়েছেন আটজন।

শুক্রবার (১৯ অক্টোবর) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-উপজেলার তুলশী বরাট গ্রামের শুকুর আলীর ছেলে শাকিল শেখ (২০), বহরপুর ইউনিয়নের বাঘুটিয়া গ্রামের শহিদ শেখের ছেলে সরোয়ার শেখ (২২)  ও একই গ্রামের এলেম সরদারের ছেলে ইমরান সরদার (২২)।

আহতদের নাম জানা যায়নি। তারা সবাই ফরিদপুরের মধুখালী উপজেলার আশাপুর এলাকার রাজ্জাক খাঁন জুট মিলের শ্রমিক।

আহতদের বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক।

বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজমল হোসেন বাংলানিউজকে জানান, দুপুরে জুট মিলের কাজ শেষ করে কয়েকজন শ্রমিক শ্যালো ইঞ্জিন চালিত ভটভটিতে করে বাড়ি ফিরছিলেন। পথে সোলাকুড়া রেলগেট পার হওয়ার সময় কালুখালী থেকে ভাটিয়াপাড়াগামী ফরিদপুর এক্সপ্রেস ট্রেনটি ওই ভটভটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিন শ্রমিক মারা যান। এতে আহত হন আরো আট শ্রমিক।  

বাংলাদেশ সময়: ১৩৫৮ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।