ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ঝিনাইদহে প্রতারণা চক্রের ৫ সদস্য আটক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৫ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৮
ঝিনাইদহে প্রতারণা চক্রের ৫ সদস্য আটক আটক প্রতারক চক্রের ৫ সদস্য

ঝিনাইদহ: ঝিনাইদহে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে প্রতারণা করে টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৫ সদস্যকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) রাতে শহরের বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।  

আটকরা হলেন- শহরের মহিষাকুন্ডু এলাকার মৃত আকামত মিয়ার ছেলে রাজু আহমেদ (২৯), আর্যনারায়ণপুর গ্রামের মৃত আবুল মণ্ডলের ছেলে আকিদুল মণ্ডল (২০), হাবিবুর শেখের ছেলে তালিপ শেখ (২০), আল আমিন (২২) ও মৃত সিদ্দিক মণ্ডলের ছেলে সাব্বির হোসেন (১৮)।

ঝিনাইদহ গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বাংলানিউজকে জানান, দীর্ঘদিন ধরে একটি চক্র শহরের বিভিন্ন এলাকায় মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে মানুষের কাছে প্রতারণা করে টাকা হাতিয়ে নিতো। রাতে ওই চক্রের এক সদস্য শহরের চাকলাপাড়া এলাকার একটি দোকানে অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রাজুকে আটক করা হয়। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী আরো চার জনকে আটক করা হয়।

বাংলাদেশ সময়: ১৪১৯ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।