আটককৃতরা হলেন- রহমত উল্লাহ (৩২) ও ইব্রাহিম (৩০)। আটক হওয়া দু'জনেরই বাড়ি টেকনাফ পুরাতন পল্যান পাড়ায়।
শুক্রবার (১৯ অক্টোবর) র্যাবের কক্সবাজার ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মো. মেহেদী হাসান বাংলানিউজকে এ তথ্য জানান
তিনি জানান, বৃহস্পতিবার (১৮ অক্টোবর) দিবাগত রাতে টেকনাফ থেকে মেরিনড্রাইভে সড়ক দিয়ে ইয়াবার একটি চালান সাদা জিপে করে কক্সবাজার আসছে, এমন সংবাদ পেয়ে র্যাবের একটি দল মেরিন ড্রাইভের শুকনাছড়ি এলাকায় চেকপোস্ট স্থাপন করে।
এ সময় সাদা রঙের একটি টয়োটা জিপে (নং-ঢাকা মেট্রো-ক-০২-০৫৬৪) চেকপোস্টে পৌঁছালে ওই গাড়ি থেকে রহমত উল্লাহ ও ইব্রাহিম নামে দু’ ব্যক্তিকে আটক করে। পরে তাদের স্বীকারোক্তি মতে, গাড়িটির ইয়ার ক্লিনারে বিশেষ কায়দায় রাখা অবস্থা থেকে ১৩ হাজার ৯৬০পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটককৃতরা জানান, ইয়াবাগুলো তারা হাসেম (৪০), সৈয়দ আলম (৩০) ও ফারুক (৩০) এবং অজ্ঞাত দু'জনের কাছ থেকে নিয়েছেন এবং কক্সবাজারে বেচার জন্য আসছে। এদের সবার বিরুদ্ধে কক্সবাজার মডেল থানায় মামলার প্রক্রিয়া চলছে বলে জানান মেজর মেহেদী হাসান।
বাংলাদেশ সময়: ১৭২৩ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৮
এএটি