ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

প্রতিমা বিসর্জনে খুলনায় দুর্গোৎসবের সমাপ্তি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪১ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৮
প্রতিমা বিসর্জনে খুলনায় দুর্গোৎসবের সমাপ্তি প্রতিমা বিসর্জন

খুলনা: খুলনায় শেষ হলো সনাতন ধর্মাবলম্বীদের প্রতিমা বিসর্জন। এর মাধ্যমে সমাপ্তি ঘটছে সনাতন ধর্মাবলম্বীদের পাঁচদিনব্যাপী প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবের।

শুক্রবার (১৯ অক্টোবর) বিকেল থেকে ফুলতলার ভৈরব নদ, জেলখানা ঘাট, চরেরহাট, দৌলতপুর ও রেলীগেট ঘাটে বিসর্জন অনুষ্ঠিত হয়।  

ফুলতলা, দামোদর ও জামিরা ইউনিয়নের সকল মন্দিরের প্রতিমা বিকেলে ফুলতলার সিকিরহাট ঘাটে বিসর্জন করা হয়।

সন্ধ্যায় জেলখানা ঘাট, চরেরহাট, দৌলতপুর ও রেলীগেটে মহানগরীর বিভিন্ন মণ্ডপের প্রতিমা বিসর্জন করা হয়।  

দেবী বিসর্জনে সবচেয়ে বেশি ভিড় লক্ষ্য করা গেছে, মহানগরীর দোলখোলা, শীতলাবাড়ী, শান্তিধামের মোড়, টুটপাড়া গাছতলা, ঊমা শিবমন্দির, কয়লাঘাট, রূপসা মহাশ্মশান কালি, বাগমারা, তালতলা, শিববাড়ী ও ছোট বয়রা মণ্ডপে।  

বিসর্জনের আগে নারীরা দেবী দুর্গার সিঁথিতে সিঁদুর পরান এবং মিষ্টি মুখ করান। পরে মন্দিরে আগত নারীরা একে অপরের সিঁথিতে সিঁদুর বিনিময় করেন। এরপর বিভিন্ন পূজা মণ্ডপ থেকে ট্রাকে করে দেবী দুর্গার প্রতিমা বিসর্জনের শোভাযাত্রা শুরু হয়। শোভাযাত্রায় যোগ দেন পুণ্যার্থীরা। ভৈরব নদের ঘাটে প্রতিমা বিসর্জনের মাধ্যমে শোভাযাত্রা শেষ হয়।  

পূজা উদযাপন পরিষদ সূত্রে জানা যায়, খুলনা জেলা ও মহানগরীতে এবার ৯৭৩টি মণ্ডপে শারদীয়া দুর্গা পূজা অনুষ্ঠিত হয়। এর মধ্যে মহানগরীতে ১২৩টি, খুলনা সদর থানায় ২৩টি, সোনাডাঙ্গা থানায় ১২টি, খালিশপুরে ১০টি, দৌলতপুর থানায় ২১টি, খানজাহান আলী থানায় ১০টি, হরিণটানায় ৫টি, লবণচরায় ৯টি ও আড়ংঘাটা থানায় ৩৩টি মণ্ডপে দুর্গাপূজার আয়োজন করা হয়। এছাড়া জেলার ৯ উপজেলায় ৮৫০টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়।

খুলনা জেলা পুলিশ সুপার এস এম শফিউল্লাহ বাংলানিউজকে বলেন, প্রতিটি থানায় প্রতিমা বিসর্জনের নির্ধারিত স্থান রয়েছে। রাত ৮টার মধ্যে বিসর্জনের নির্দেশনা দেওয়া হয়েছে। ঘাট সমূহে কড়া নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।  

বাংলাদেশ সময়:  ১৭৪০ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৮
এমআরএম/এএইচ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।