ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ইউরোপীয় নেতাদের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৭ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৮
ইউরোপীয় নেতাদের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক সুইস প্রেসিডেন্টের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক। ছবি: বাংলানিউজ

ঢাকা: এশিয়া-ইউরোপ শীর্ষ সম্মেলনে (আসেম) যোগ দিয়ে  ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠক করেছেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। এসব বৈঠকে ইউরোপীয় নেতারা রোহিঙ্গাসহ নানা ইস্যুতে বাংলাদেশের পাশে থাকবেন বলে জানিয়েছেন। 

শুক্রবার (১৯ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

১৮-১৯ অক্টোবর ব্রাসেলসে আসেম সম্মেলনে যোগ দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী।

সম্মেলনের সাইড লাইন বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলী সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট অ্যালান বার্সেট, মাল্টার পররাষ্ট্রমন্ত্রী কারমেলো আবেলা, পর্তুগালের ইউরোপীয় সম্পর্ক বিষয়ক রাষ্ট্রদূত আনা পাওলার সঙ্গে বৈঠক করেছেন।

বৈঠকে সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট অ্যালান বার্সেট রোহিঙ্গা  সংকট সমাধানে বাংলাদেশের পক্ষে জোরালো সমর্থনের পাশাপাশি এই সংকটের শান্তিপূর্ণ সমাধান প্রত্যাশা করেন। এছাড়া অন্যদের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।  

১২ তম আসেম শীর্ষ সম্মেলনে যোগ দিতে ব্রাসেলসে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। সৌদি আরব সফর শেষে সেখান থেকেই ব্রাসেলসের উদ্দেশে রওনা দেন। আসেম শীর্ষ সম্মেলন শেষে ঢাকায় ফিরবেন তিনি।  

এবারের আসেম শীর্ষ সম্মেলনে এশিয়া-ইউরোপের মধ্যে চ্যালেঞ্জ ও সুযোগ নিয়ে আলোচনা হয়েছে। একইসঙ্গে দুই মহাদেশের মধ্যে ব্যবসা, বাণিজ্য, বিনিয়োগ, রাজনীতি, জঙ্গিবাদ মোকাবিলা ইত্যাদি বিষয় প্রাধান্য পেয়েছে।  

এর আগে ২০১৬ সালের জুলাই মাসে ১১ তম আসেম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিলো মঙ্গোলিয়ার রাজধানী উলানবাটোরে। সেই সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যোগ দিয়েছিলেন।  

বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, ১৯ অক্টোবর, ২০১৮
টিআর/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।