শুক্রবার (১৯ অক্টোবর) বিকেল ৩টার পর থেকে রাজধানীর ওয়াইজঘাট বীণাস্মৃতি ঘাটে শুরু হয় বিসর্জন। এর আগে বিভিন্ন এলাকা থেতে প্রতিমাসহ ভক্তরা জড়ো হন।
মাকে ভক্তির পর চোখের জলে আবেগ-আপ্লুত হয়ে পড়েন হাজার হাজার ভক্তকুল। ওয়াইজঘাট বীণাস্মৃতি ঘাটে শুরু হয় এক আবেগঘন মুহূর্ত।
বিথীজা মজুমদার নামে এক ভক্ত বলেন, মায়ের বিদায় যেন সইতে পারছি না। তারপরও বিদায় জানাতে হলো। এক বছর পর আবার ফিরে আসবেন মা।
এদিকে প্রতিমা বিসর্জন উপলক্ষে ওয়াইজঘাটে নেওয়া হয়েছে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা।
এবার প্রতিমা বিসর্জন মধ্যরাত পর্যন্ত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন নৌ পুলিশের ডিআইজি শেখ মারুফ হোসেন। তিনি বলেন, শুক্রবার জুম্মার দিন হওয়ায় দেরিতে প্রতিমা আনা শুরু হয়েছে। তাই অন্যবারের চেয়ে কিছুটা দেরি হতে পারে।
এ বছর সারাদেশে ৩১ হাজার ২৭২টি মণ্ডপে পূজা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৮৫৮ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৮
ইএআর/আরআর