শুক্রবার (১৯ অক্টোবর) সকাল ১০টায় রাজধানী ঢাকায় হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে এক অনুষ্ঠানে এ স্মারক স্বাক্ষরিত হয়।
এ স্মারকে নিজ নিজ পক্ষে সই করেন রাজশাহী সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন ও ই-ইয়াং সিটির মেয়র মি ঝ্যাং ঝিয়েং।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন চীনের হুনান প্রদেশের গর্ভনর সু দাজে, রাজশাহীর সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা প্রমুখ। এ সময় অন্যদের মধ্যে রাজশাহী সিটি কপোরেশনের সচিব রেজাউল করিম, প্রধান প্রকৌশলী আশরাফুল হক, নির্বাহী প্রকৌশলী রেয়াজাত হোসেন, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মো. মামুন প্রমুখ উপস্থিত ছিলেন।
হুনান প্রদেশের গর্ভনর মি. সু দাজে রাজশাহীতে বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর মতো ফ্লাইওভার নির্মাণের আগ্রহ প্রকাশ করেন।
বাংলাদেশ সময়: ১৯৫৯ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৮
এসএস/এমএ