সরেজমিনে দেখা গেছে, গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে জংশনের সীমানা প্রাচীরের ভেতরে টিন পলিথিন ও চট দিয়ে তৈরি করা হয়েছে দোকানপাট ও মার্কেট। এসব দোকানের মধ্যে রয়েছে চায়ের দোকান, কাপড়ের মার্কেট, ফলের দোকান ও খাবার হোটেল।
স্থানীয়রা জানায়, রেলওয়ে জংশনের অবৈধ মার্কেট ও দোকানপাটের কারণে চলাচলে নানা সমস্যায় পড়তে হয় যাত্রী এবং পথচারীদের। অবৈধভাবে ওই মার্কেট ও দোকানপাট গড়ে তোলে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে প্রভাবশালী একটি মহল। তবে রেলওয়ে কর্মকর্তা ও স্থানীয় প্রশাসন অবৈধ ওইসব দোকান ও স্থাপনা উচ্ছেদে প্রয়োজনীয় কোনো ব্যবস্থা নিচ্ছেন না বলেও জানান তারা।
রিয়াজুল হক নামে এক ট্রেন যাত্রী বলেন, রেলওয়ে জংশন এলাকার মার্কেট ও দোকানপাটের কারণে নানা সমস্যায় পড়তে হয় যাত্রী ও পথচারীদের। এসব দোকানের বিভিন্ন ময়লা আর্বজনায় নোংরা হয়ে থাকে রেলওয়ে জংশন এলাকা। তবে রেলওয়ে জংশনের এসব অবৈধ মার্কেট ও দোকান উচ্ছেদ করা প্রয়োজন।
জয়দেবপুর রেলওয়ে জংশন পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) সুব্রত দাস বাংলানিউজকে জানান, কিছু দিন আগেও রেলওয়ে জংশন থেকে কিছু অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। পর্যায় ক্রমে অন্যান্য অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে।
এ ব্যাপারে জয়দেবপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার মো. শাহজাহান মিয়া বাংলানিউজকে বলেন, জংশনের ভেতর এসব দোকানপাট ও স্থাপনার বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১০৫৬ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৮
আরএস/আরআইএস/