ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সিলেটে সমাবেশের শুরুতেই পরিবহন ধর্মঘটের হুঁশিয়ারি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৪ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৮
সিলেটে সমাবেশের শুরুতেই পরিবহন ধর্মঘটের হুঁশিয়ারি শ্রমিক সমাবেশ-ছবি-বাংলানিউজ

সিলেট: শ্রমিক স্বার্থবিরোধী আইনের ধারা বাতিলের দাবিতে সিলেটে সমাবেশ চলছে। সমাবেশের শুরুতেই শ্রমিক নেতারা দাবি আদায় না হলে আগামী ২৮ ও ২৯ অক্টোবর পরিবহন ধর্মঘটের আহ্বান জানান।

শনিবার (২০ অক্টোবর) দুপুরে নগরের দক্ষিণ সুরমা কেন্দ্রীয় বাস টার্মিনালে শ্রমিক সমাবেশ শুরু হয়। সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের উদ্যোগে আয়োজিত সভায় সভাপতিত্বে আছেন ফেডারেশনের বিভাগীয় সভাপতি সেলিম আহমদ ফলিক।

এদিকে, শ্রমিক সমাবেশকে কেন্দ্র করে সিলেট-ঢাকা মহাসড়ক ও আঞ্চলিক সড়কে দূরপাল্লার যান চলাচল করছে না। এতে যাত্রীদের ভোগান্তি পোহাতে হচ্ছে।

বিভাগীয় শ্রমিক সমাবেশে কেন্দ্রীয় নেতারা ছাড়াও সিলেট বিভাগের সব উপ-কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ শ্রমিকরা উপস্থিত আছেন।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটি সাধারণ সম্পাদক ওছমান আলী, বিশেষ অতিথি কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আব্দুর রহিম বক্স দুদু ও সাদিকুর রহমান হিরু।

বাংলোদেশ সময়: ১৩৪৩ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৮
এনইউ/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।