শনিবার (২০ অক্টোবর) সকালে তাদের নীলফামারী জেলা জজ আদালতে হাজির করা হলে বিচারক সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।
আটকরা হলেন- নারায়নগঞ্জ জেলার সোনারগাঁয়ের সাদীপুর কোনাবাড়ির মৃত হযরত আলীর কন্যা সোনিয়া ও সুমী এবং ডোমারের নিজ ভোগডাবুড়ী গ্রামের কবিরাজ আব্দুল জলিল ও তার স্ত্রী রাশিদা বেগম।
নীলফামারী পুলিশ সুপার আশরাফ হোসেন বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
এরআগে, গত বৃহস্পতিবার জঙ্গি প্রশিক্ষণের ভিডিও-অডিও ফুটেজ, লিফলেট, চারটি মোবাইল সেটসহ চারজনকে আটক করে পুলিশ। পরে তাদের জিজ্ঞাসাবাদের পর শুক্রবার ডোমার থানার উপ-পরিদর্শক (এসআই) সহিদুল ইসলাম নিজে বাদী হয়ে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করেন।
বাংলাদেশ সময়: ১৬৪৮ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৮
এনটি