শনিবার (২০ অক্টোবর) বিকেলে কক্সবাজারের একটি হোটেলের সম্মেলন কক্ষে মাদকবিরোধী এক সমাবেশে মন্ত্রী এ কথা বলেন। ‘চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে’ এই শ্লোগানে মাদকবিরোধী বিশেষ অভিযান উপলক্ষে বিকেল সাড়ে ৩টায় এ সভার আয়োজন করে র্যাব-৭।
মন্ত্রী বলেন, র্যাবের শক্ত ভূমিকার কারণে আজ জলদস্যু-সন্ত্রাসীরা আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছে।
প্রধানমন্ত্রীর উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, মাদক আমরা তৈরি করি না। ইয়াবা, হেরোইনসহ ভয়াবহ মাদক থেকে সমাজকে মুক্তির জন্য আমরা যতোটা কঠোর হওয়া দরকার হবো।
অনুষ্ঠানে র্যাবের মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ, পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক, জেলা প্রশাসক মো. কামাল হোসেনসহ অন্যরা উপস্থিত ছিলেন।
সভায় মাদকের বিরুদ্ধে নির্ভয়ে সাংবাদিক সমাজসহ সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান র্যাব ডিজি।
মহেশখালী-কুতুবদিয়াকে জলদস্যু-সন্ত্রাসীমুক্ত করা হবে
বাংলাদেশ সময়: ১৭১৪ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৮
জেডএস