নিহত ওই গৃহবধূর নাম রুমা আক্তার (২৬)। শনিবার (২০ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে নিহত নারী ও তার স্বামী লিটন সরকার ও তাদের শিশু সন্তান লামিয়া (৩) ওই এলাকার রাস্তা পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।
মুমুর্ষূ অবস্থায় ওই গৃহবধূকে উদ্ধার ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক বিকেল সাড়ে ৪টার দিকে মৃত ঘোষণা করেন।
নিহত নারী সুনামগঞ্জ ধর্মপাশা উপজেলার লিটন সরকারের স্ত্রী। বর্তমানে তারা মিরপুরের মধ্যপাইকপাড়ায় একটি বাড়িতে ভাড়া থাকতেন।
নিহত নারীর স্বামী লিটন সরকার বাংলানিউজকে জানান, তিনি একটি পোশাক কারখানায় চাকরি করেন। কয়েকদিন ধরে তিনি অসুস্থ। তার স্ত্রী ও সন্তানকে নিয়ে মোহাম্মদপুর হুমায়ন রোড এলাকায় এক চিকিৎসকের কাছে যাচ্ছিলেন। পথে কলেজগেট এলাকায় রাস্তা পার হওয়ার সময় মিরপুরগামী দ্রুতগতির একটি বাস তার স্ত্রীকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হয়। পরে তাকে মুমুর্ষূ অবস্থায় উদ্ধার করে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পরে তাকে ঢামেকে আনলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন মীর ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে জানান, ঘটনার পরপরই পুলিশ পাঠানো হয়েছে। তবে এ ঘটনায় এক মোটরসাইকেলচালক আহত হয়েছেন।
বাংলাদেশ সময়: ১৭৪৪ ঘণ্টা, অক্টোবর ২০, ২১০৮
এজেডএস/এএটি