এদের মধ্যে ছয়জনকে ছয় মাসের কারাদণ্ড, ১৪ জনকে ১০ দিনের কারাদণ্ড ও ২০ জনকে পাঁচ হাজার করে এক লাখ টাকা জরিমানা করা হয়।
শনিবার (২০ অক্টোবর) দুপুরে এ সাজা ও জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা ইয়াসমিন।
এর আগে, শুক্রবার (১৯ অক্টোবর) রাত থেকে শনিবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করে নড়িয়া থানা পুলিশ ও উপজেলা মৎস্য কার্যালয়ের সদস্যরা।
ইউএনও সানজিদা ইয়াসমিন বাংলানিউজকে বলেন, গত ৭ অক্টোবর (রোববার) থেকে ২৮ অক্টোবর (রোববার) পর্যন্ত এই ২২ দিন ইলিশ ধরা, পরিবহন ও বাজারজাত নিষিদ্ধ করেছে সরকার। ইলিশ সম্পদ রক্ষায় উপজেলা প্রশাসন চেষ্টা চালিয়ে যাচ্ছে। সার্বক্ষণিক নদীতে অভিযান চালানো হচ্ছে। যারা নিষেদ্ধা অমান্য করে ইলিশ আহরণ করছেন তাদের বিচারের আওতায় আনা হচ্ছে। শনিবার ৪১ জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৮১২ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৮
এসআরএস