ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

উলিপুরে বিদ্যুৎস্পষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০২ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৮
উলিপুরে বিদ্যুৎস্পষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

কুড়িগ্রাম: কুড়িগ্রামের উলিপুর উপজেলায় বিদ্যুৎস্পষ্ট হয়ে কালাম মিয়া (২৩) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় মেহের জামাল (২৮) নামে আরেক শ্রমিক আহত হয়েছেন।

শনিবার (২০ অক্টোবর) দুপুরে উপজেলা সদর এলাকায় একটি নির্মাণাধীন ভবনে কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শ্রমিক কালাম উপজেলার জিগাবাড়ী গ্রামের গোলাপ হোসেনের ছেলে ও আহত মেহের সদর উপজেলার চর আলাজি পলাশ বাড়ি গ্রামের হাসেন আলীর ছেলে।

আহত শ্রমিক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

আহত মেহের জামাল বাংলানিউজকে বলেন, দুপুরে ভবন নির্মাণের পাইলিং কাজের সময় কালামসহ আমি বিদ্যুৎস্পৃষ্ট হই। পরে অন্য শ্রমিকরা আমাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে কর্তব্যরত চিকিৎসক কালামকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) রফিকুল ইসলাম সরদার বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন।

বাংলাদেশ সময়: ১৮৫৪ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৮
এফইএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।