শনিবার (২০ অক্টোবর) রাজধানী সিরডাপ মিলনায়তনে স্মৃতি ট্রাস্ট আয়োজিত সাংবাদিক জগলুল আহমেদ চৌধুরীর ‘নির্বাচিত কলাম’ শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন স্পিকার।
স্পিকার শিরীন শারমিন চৌধুরী বলেন, রাজনীতি ও কূটনীতি সম্পর্কে ভাল জ্ঞান না থাকলে আর্ন্তজাতিক বিষয় নিয়ে সংবাদ পরিবেশন কিংবা কলাম লেখা সহজ নয়।
স্পিকার বলেন, ‘নির্বাচিত কলাম’র সংকলন একটি অমূল্য জ্ঞান ভাণ্ডার। জগলুল আহমেদ চৌধুরী এই কলাম সংকলন এবং তার কর্মের মধ্য দিয়ে তিনি অনন্য প্রেরণার উৎস হয়ে যুগ যুগ বেঁচে থাকবেন।
জগলুল আহমেদ চৌধুরী স্মৃতি ট্রাস্ট এবছর থেকে ফেলোশিপের সিদ্ধান্ত নিয়েছে। যা অত্যন্ত সময়োপযোগী। এ ফেলোশিপ তরুণ সাংবাদিকদের এ পেশায় আসতে অনুপ্রেরণা জোগাবে বলে তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠানের শুরুতে সাংবাদিক জগলুল আহমেদ চৌধুরীর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। এ সময় স্পিকার সাংবাদিক জগলুল আহমেদ চৌধুরীর ‘নির্বাচিত কলাম’ গ্রন্থের মোড়ক উন্মোচন করেন।
সাংবাদিক জগলুল আহমেদ চৌধুরী স্মৃতি ট্রাস্টের সভাপতি ও খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলামের সভাপতিত্বে অন্য অতিথিরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ২১৩৯ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৮
এএটি