ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

খাগড়াছড়িতে বিএনপির কালো পতাকা মিছিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৭ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৮
খাগড়াছড়িতে বিএনপির কালো পতাকা মিছিল কালো পতাকা মিছিলে বিএনপির নেতাকর্মীরা। ছবি: বাংলানিউজ

খাগড়াছড়ি: কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কালো পতাকা মিছিল করেছে খাগড়াছড়ি জেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

রোববার (২১ অক্টোবর) সকালে শহরের কলাবাগান এলাকা থেকে মিছিলটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করতে গেলে পুলিশ তাতে বাধা দেয়। পরে শহরের গণপূর্ত কার্যালয়ের সামনে নেতাকর্মীরা জড়ো হয়ে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ করেন।


 
সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি প্রবীণ চন্দ্র চাকমা, জেলা যুবদলের সাধারণ সম্পাদক ইব্রাহীম খলিল, ছাত্রদলের সাধারণ সম্পাদক জাহেদুল ইসলাম প্রমুখ।

সমবেশে বক্তারা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি এবং ২১ আগস্ট গ্রেনেড হামলার মামলায় তারেক রহমানের বিরুদ্ধে দেওয়া সাজা বাতিলের দাবি জানান।
 
বাংলাদেশ সময়: ১৪০২ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৮
এডি/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।